০২ এপ্রিল, ২০২৫ || ১৯ চৈত্র, ১৪৩১
উদ্বোধনের জন্য প্রস্তুত  সোনাগাজী উপজেলা পরিষদের নান্দনিক ভবন
  • Updated Jan 13 2024
  • / 632 Read

 


এস.এন আবছার:
নির্মান কাজ শেষে উদ্বোধনের জন্য প্রস্তুত সোনাগাজী উপজেলার সম্প্রসারিত দৃষ্টিনন্দন প্রশাসনিক ভবন ও হলরুম। 
স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মান প্রকল্পের আওতায় ৮ কোটি ১৩ লাখ টাকা ব্যায়ে ৬তলা ভিত বিশিষ্ট ৪তলা ভবন ও হলরুম নির্মান কাজ সম্পন্ন করে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সেতু এন্টার প্রাইজ।  


স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, নান্দনিক এই ভবনটিতে থাকবে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নির্বাহী অফিসারের অফিসসহ বেশ কয়েকটি সরকারি দপ্তরের অফিস। ভবন ও হলরুমে থাকবে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থাসহ আধুনিক সুযোগ সুবিধা।  
গত ২৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে ভবনটির নির্মান কাজ শুরু করলেও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সেতু এন্টারপ্রাইজ ৪ বার সময় এক্সটেনশন করে কাজ সম্পন্ন করেছে। 
এখন ঢাকা পিডি অফিস থেকে বিশেষজ্ঞ প্রকৌশলী টিম এসে ভবন ও হলরুম পরিদর্শন পূর্বক রিপোর্ট প্রদানের পর এসসিআর রিপোর্ট হেড অফিস গ্রহন করলে উপজেলা পরিষদের কাছে ভবন ও হলরুম হস্তান্তর করবে স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর। এরপর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হবে ভবনটির। 


উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবদুল কাদের মোজাহিদ জানান, সম্প্রসারিত ভবন ও হলরুমের নির্মান কাজ খুবই ভালো হয়েছে। টেকসই দৃষ্টিনন্দন এই ভবনটিতে আধুনিক সুযোগ সুবিধার পাশাপাশি তথ্য প্রযুক্তির সুবিধা ও বিদ্যমান থাকবে। অল্প কিছু প্রক্রিয়া শেষ হলেই ভবন ও হলরুম উপজেলা পরিষদের কাছে হস্তান্তর করতে পারবো। 
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই এমন দৃশ্যমান উন্নয়ন আজ দৃশ্যমান হয়েছে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। 
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান বলেন, বর্তমানে উপজেলার কিছু দপ্তর ভাড়া ঘরে অফিস করছে, কিছু দপ্তরের কক্ষ সংকট রয়েছে। নতুন ভবনটি উদ্ধোধন হলে আশাকরি এসব সমস্যার সমাধান হবে।  
উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন জানান, নতুন ভবন ও হলরুমের অবকাঠামোগত নির্মান কাজ শেষ হয়েছে। এমন একটি ভবন আমাদের প্রয়োজন ছিলো। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের জন্য এমন নান্দনিক ভবন বরাদ্ধ দেয়ায়।

Tags :

Share News

Copy Link

Comments *